ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয় যশোরকে পরাজিত করেছে আবাহনী

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড জয় তুলে নিয়েছে।

ইমন মাহমুদের একমাত্র গোলে নূর ইসলাম ফুটবল একাডেমি, যশোরকে পরাজিত করে আবাহনী।

খেলার প্রথময়ার্ধে দুই দলই গোল করতে ব্যর্থ হয়।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আবাহনী গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ইমন গোল করে দলকে এগিয়ে নেন। গোল পরিশোধে ব্যর্থ হয় যশোরের ক্লাবটি। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।  

আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবে টাঙ্গাইলের আরিয়ান স্পোর্টিং ক্লাব। ০৬ ফেব্রুয়ারি চতুর্থ কোয়ার্টারে স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমির বিরুদ্ধে খেলবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় বসুন্ধরা সিমেন্ট-এর পৃষ্ঠপোষকতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্ট-এর আয়োজন করেছে। টুর্নামেন্টে দেশসেরা ১২টি ফুটবল দল অংশ নেয়। ১২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত ২০ জানুয়ারি ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ টুনামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।