ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ফুটবল

চেলসির হাতে শিরোপা দেখছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
চেলসির হাতে শিরোপা দেখছেন গার্দিওলা চেলসির হাতে শিরোপা দেখছেন ম্যানসিটি কোচ গার্দিওলা/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে দুর্দান্ত গতিতে ছুটছে অ্যান্তোনিও কন্তের চেলসি। সাত পয়েন্টের লিড নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার মতে, এ মৌসুমে ব্লুজদের থামানো কঠিন।

চেলসিকে অনেকটাই অপ্রতিরোধ্য অাখ্যা দিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন গার্দিওলা। আট পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা।

সবশেষ লিগ ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ২-০ গেলের জয় নিয়ে ফেরে ইংলিশ জায়ান্টরা।

চেলসিকে নিয়ে গার্দিওলার অভিমত, ‘চেলসি প্রায় অপ্রতিরোধ্য। তাদের সঙ্গে আমাদের পয়েন্টের পার্থক্য অনেক। টানা ১০টি ম্যাচ জিতে মৌসুম শুরু করেছিলাম। কিন্তু, আমাদের খেলাটা এখন সে অবস্থানে নেই। সাত বা ‍আট মাস একসঙ্গে থাকার পর ব্যাপারটা স্বাভাবিক। আমরা একে অপরকে ভালো করেই চিনি। আমি খেলোয়াড়দের ভালোভাবে জানি, তারা আমাকে জানে। আমি মনে করি, আমরা বেশ ভালো খেলছি। ’

পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানসিটি। সমান ম্যাচে শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ৬৩। সাত পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ বেশি খেলা টটেনহাম। শীর্ষ ছয়ের বাকি তিন দল যথাক্রমে লিভারপুল (৫২), আর্সেনাল (৫০) ও ম্যানচেস্টার ইউনাইটেড (৪৯)। এর মধ্যে অল রেডসরা ২৭টি ম্যাচ খেলেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।