ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হিগুইনের জোড়া গোলে নাপোলিকে হারিয়ে ফাইনালে জুভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৪, এপ্রিল ৬, ২০১৭
হিগুইনের জোড়া গোলে নাপোলিকে হারিয়ে ফাইনালে জুভি ছবি:সংগৃহীত

সিরিআ লিগে আগের ম্যাচে প্রথমবারের মতো নাপোলির বিপক্ষে তাদেরই মাঠে নেমেছিলেন গঞ্জালো হিগুইন। নিজের সাবেক মাঠে সেদিন শত্রু হয়ে ছিলেন তিনি। গোল তো পাননি বরং মাঠের দর্শকরা তাকে দুয়ো দেয়।

তবে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল আসর কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফের সান পাওলোতে জুভেন্টাসের হয়ে খেলতে যান আর্জেন্টাইন তারকা।  

এবার গিয়ে দলকে প্রতক্ষ্যভাবে জয় না দিতে পারলেও জোড়া গোল করে দুই লেগ মিলিয়ে অ্যগ্রিগেটে ৫-৪ ব্যবধানে জুভিদের জেতান।

এদিন ৩-২ ব্যবধানে হারলেও আসরটির ফাইনাল নিশ্চিত করে জুভেন্টাস।

খেলার প্রথমার্ধের ৩২ ও দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেন হিগুইন। মাঝে নাপোলির হয়ে মারেক হামসিক, ড্রিয়েস মার্টেনেস ও লোরেঞ্জ ইনসিগনে একটি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।