ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবসর নিয়ে ভাবছেন না রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
অবসর নিয়ে ভাবছেন না রুনি ছবি:সংগৃহীত

পেশাদারী ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলার ক্ষমতা রয়েছে ওয়েন রুনির। এমনটি মনে করেন তিনি নিজেই। সম্প্রতি জ্লাতান ইব্রাহিমোভিচ হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রায় এক মাস পরে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে ফেরেন তিনি।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রুনি বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সাফল্যে অবদান রাখতে পারবো। সেটা অভিজ্ঞতা দিয়েই হোক অথবা খেলা দিয়ে।

’ পরে রুনিকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘দু-তিন বছর তো বটেই, আমার মনে হয় তার চেয়েও বেশি সময় খেলতে পারব। অনেকেই বয়সের কথা বলছেন, কিন্তু মনে রাখবেন, আমার বয়স এখন ৩১। ’

চলতি মৌসুমে অনেক ম্যাচেই বাইরে বসে থাকতে হয়েছে রুনিকে। শুধু তাই নয়। বারবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তাকে। ইংল্যান্ড জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা আরও বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু আমি নিজের কাজটা করে যাচ্ছি। সেটা হচ্ছে, পরিশ্রম করে যাওয়া আর সুযোগ পেলে সমালোচকদের ভুল প্রমাণ করা। ’

ম্যানইউ ছাড়ার জল্পনা নিয়ে রুনি জানান, ‘অনেক ক্লাবই আমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম, আমার লক্ষ্য ইউরোপা কাপের ফাইনাল খেলা। এখনও সেটাই প্রধান লক্ষ্য। ’

২০০৪ সালে শৈশবের ক্লাব এভারটন থেকে ম্যানইউতে যোগ দেন রুনি। এরপর এখন পর্যন্ত খেলেছেন ৫৫২টি ম্যাচ। যেখান থেকে ২৫১টি গোল আদায় করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।