ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা পঞ্চমবার শিরোপা ঘরে তুললো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
টানা পঞ্চমবার শিরোপা ঘরে তুললো বায়ার্ন টানা পঞ্চমবার শিরোপা ঘরে তুললো বায়ার্ন-ছবি:সংগৃহীত

জার্মান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বুন্দেসলিগাকে নিজেদের সম্পত্তিই বানিয়ে নিয়েছে বায়ার্ন মিউনিখ। উলফসবার্গকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ট্রফির স্বাদ পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

উলফসবার্গ অ্যারিনায় এদিন দাপট দেখিয়েই জয় তুলে নেয় বায়ার্ন। দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি।

এছাড়া একটি করে গোল করেন ডেভিড আলবা, আরিয়েন রোবেন, থমাস মুলার ও জোসুয়া কিমিছ।

বাভারিয়ানদের ক্লাবের ইতিহাসে এটি ২৭তম লিগ শিরোপা। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। জিতেছে ২২টি, সাতটি ড্র। ৩১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে দ্বিতীয়স্থানে থাকা লিপজিগের পয়েন্ট ৬৩।

এবারের শিরোপা জয়ের পথচলায় আক্রমণভাগ ও রক্ষণে দারুণ সফল ছিল বায়ার্ন। এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯টি গোল করেছে তারা। বিপরীতে খেয়েছেও সব দলের মধ্যে সবচেয়ে কম, মাত্র ১৭টি।

দলের রেকর্ড শিরোপা জয়ের পথে কোচ আনচেলত্তিও গড়েছেন দারুণ এক কীর্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি জিতলেন এই ইতালিয়ান। এর আগে এসি মিলানের হয়ে সেরি আ, চেলসির হয়ে প্রিমিয়ার লিগ ও পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান জিতেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।