ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ফুটবল

পেলেকে ছাড়িয়ে গেছেন হ্যাটট্রিকম্যান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
পেলেকে ছাড়িয়ে গেছেন হ্যাটট্রিকম্যান রোনালদো ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গোলস্কোরিং তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে ফারো আইসল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৫-১ গোলের উড়ন্ত জয়ে হ্যাটট্রিক করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান পর্তুগিজ আইকন।

ইরাকের সাবেক আইকন হুসেইন সাঈদের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছেন ৩২ বছর বয়সী রোনালদো। চারবারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক গোলসংখ্যা এখন ১৪৪ ম্যাচে ৭৮।

৯২ ম্যাচে ৭৭টি গোল করেছিলেন তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে।

এ তালিকায় শীর্ষে ইরানের আলি দেই। খেলোয়াড়ী জীবনে ১০৯টি গোল করেছিলেন তিনি। ৮৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি লিজেন্ড ফেরেঙ্ক ফুসকাস। তিন নম্বরে জাপানের কুনিশিগে কামামোটো (৮০) ও রোনালদোর ঠিক উপরে জাম্বিয়ার গডফ্রে চিতালু (৭৯)।

.সরাসরি ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রোনালদোর পর্তুগাল। ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। ৯টি গ্রুপের সেরা আটটি দ্বিতীয় স্থানের দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বে আর তিনটি করে ম্যাচ ‍বাকি।

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) পরবর্তী ম্যাচে হাঙ্গেরির মাঠে নামবে পর্তুগিজরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। এ ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় ফর্মের তুঙ্গে থাকা সিআর সেভেন।

বাংলাদেশস সময়: ১১৩৭ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।