ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভবিষ্যতেও শেখ রাসেল ওয়ানডে ফুটবল ফেস্টিভ্যাল হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ভবিষ্যতেও শেখ রাসেল ওয়ানডে ফুটবল ফেস্টিভ্যাল হবে ওয়ানডে ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান/ ছবি: দীপু মালাকার

ঢাকা: এবারই শেষ নয়, ভবিষ্যতেও শেখ রাসেল ওয়ানডে ফুটবল ফেস্টিভ্যালের মতো মজার ফুটবল টুর্নামেন্টের আয়োজন হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

বুধবার (১৮ অক্টোবর) ওয়ানডে ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা মহানগরীর আওতাভুক্ত ৮টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত হয়েছিল একদিনের ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সায়েম সোবহান বলেন, খেলা দেখে ভালো লেগেছে। এরকম টুর্নামেন্ট আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই। আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন।

টুর্নামেন্টে শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে কসাইটুলী সমাজকল্যাণ পরিষদকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দামাল ফুটবলাররা। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার অর্জন করে টিঅ্যান্ডটি ক্লাব।
বিকেএসপি দামাল ফুটবলাররা/ ছবি: দীপু মালাকারটুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর’র নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজিব, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ হায়দার এবং বসুন্ধরা গ্রুপের মিডিয়া বিষয়ক উপদেষ্টা আবু তৈয়ব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।