ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কলসিন্দুরের ফুটবল কন্যাদের আর্থিক অনুদান ডিসির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
কলসিন্দুরের ফুটবল কন্যাদের আর্থিক অনুদান ডিসির কলসিন্দুরের ফুটবল কন্যাদের আর্থিক অনুদান ডিসির, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: টানা তৃতীয়বারের মতো জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ময়মনসিংহের কলসিন্দুরের ফুটবল কন্যাদের আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে নারী ফুটবল দলকে এ আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক (ডিসি)।

এর আগে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ময়মনসিংহের ফুটবলকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে কলসিন্দুরের ফুটবল কন্যারা। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ময়মনসিংহসহ গোটা দেশের জন্য একের পর এক গৌরব বয়ে আনছে। তোমরা এগিয়ে চলছো অপ্রতিরোধ্য গতিতে।

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান আরো বলেন, কলসিন্দুরের ফুটবল কন্যারা রীতিমতো অপরাজেয়। তারা হার মানতে জানে না।

এ টুর্নামেন্টের ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার তারা বল জড়িয়েছে। কিন্তু ময়মনসিংহ জেলা দলের জালে এক বারের জন্যও প্রতিপক্ষ বল জড়াতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।