ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বিশ্বকাপের মূল পর্বে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিশ্বকাপের মূল পর্বে সুইজারল্যান্ড ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি উঠতে ব্যর্থ হয়েছিলো সুইজারল্যান্ড। ফলে তাদের খেলতে হয় প্লে-অফের ম্যাচ। তবে এই অংশে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দেশটি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্য অর্জন করলো সুইসরা।

ঘরের মাঠ বাসেলে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে দু’দল। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় বিশ্ব মঞ্চে সুযোগ হয় সুইজারল্যান্ডের।

নিজেদের ফুটবল ইতিহাসে এই নিয়ে মোট ১১ বার বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দেশটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত কোয়ার্টার-ফাইনালে খেলা সুইসদের সর্বোচ্চ সাফল্যা। এর আগে  ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের আসরে শেষ আটে উঠেছিল তারা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।