ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, নভেম্বর ১৫, ২০১৭
রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। হন্ডুরাসকে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে সমান অ্যাগ্রিগেটে বিশ্ব মঞ্চে টানা চতুর্থবার পৌঁছে গেল ক্যাঙ্গারুরা। জয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন মিল জেদিনাক।

আঞ্চলিক প্লে-অফে হন্ডুরাসের বিপক্ষে প্রথম লেগে সফরকারী হয়ে গোলশূন্য ড্র করেছিলো সকারুরা।

রোববার ঘরের মাঠ এএনজেড স্টেডিয়ামে ৭৭ হাজার সমর্থকের সামনে খেলতে নামে স্বাগতিকরা।

যেখানে ম্যাচের প্রথমার্ধ কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার জেদিনাক।

ম্যাচের ৭১ ও ৮৫ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জেদিনাক। খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে অবশ্য অধিনায়ক মেনোর ফিগুয়েরোয়ার গোলে সান্তনার গোল পায় হন্ডুরাস। তবে ম্যাচটি ৩-১ ব্যবধানেই জিতে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়া এএফসি অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলো। ফলে তাদের প্লে-অফে খেলতে হয়। যেখানে সেন্ট্রাল আমেরিকার কনকাকাফ অঞ্চল থেকে চতুর্থ হওয়া হন্ডুরাস তাদের প্রতিদ্বন্দ্বী হয়।

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ৩১টি দল খেলা নিশ্চিত করেছে। বাকি রইল কেবল একটি দল। আগামী মাসে আসরটির ড্র অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।