ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, নভেম্বর ১৭, ২০১৭
জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২০ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সোমবার দুপুর আড়াইটার দিকে ফুটবল প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ বনাম ফার্মেসি বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলা শেষে পুরষ্কার বিরতরণ করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।  

এ সময় উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় স্পোর্টস কমিটির সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ফুলবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।