ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নের হয়ে হেইঙ্কেসের ৫০০তম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বায়ার্নের হয়ে হেইঙ্কেসের ৫০০তম জয় ছবি:সংগৃহীত

প্রথম কোনো ব্যক্তি হিসেবে জার্মান বুন্দেসলিগায় ৫০০তম জয়ের রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখ কোচ হুপ হেইঙ্কেস। অগসবার্গের বিপক্ষে বাভারিয়ানদের ৩-০ গোলে জয়ের ম্যাচের এমন কীর্তি গড়েন বর্ষীয়ান এ কোচ।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বায়ার্নের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। অপর গোলটি করেন আরতুরো ভিদাল।

এ জয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে লিগে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন।

হেইঙ্কেস তার খেলোয়াড়ী জীবন ও কোচিং মিলিয়ে বুন্দেস লিগায় মোট ১০১৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৫০০ ম্যাচে জয় পেলেন। এ লিগে বায়ার্ন সহ আরও কয়েকটি দলের কোচ হিসেবে ৩২৬ ম্যাচে জয় পান তিনি। আর খেলোয়াড়ী জীবনে বুরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচ ও হ্যানোভার ৯৬’র হয়ে ১৭৪ ম্যাচ জেতে তিনি।

গত সেপ্টেম্বরই বায়ার্নের হয়ে চতুর্থবারের মতো কোচিংয়ে আসেন ৭২ বছর বয়সী হেইঙ্কেস। কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পর দায়িত্ব নেন তিনি। এর আগে তিনি ১৯৮৮-৮৯, ১৯৮৯-৯০ ও ২০১২-১৩ মৌসুমে বায়ার্নকে লিগ শিরোপা জেতান হেইঙ্কেস।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।