রোনালদোর অনুভূতি, রিয়ালকে এমন সম্মানের প্রস্তাব দেওয়া উচিৎ বার্সার। কাতালানদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতে শিরোপা নির্ধারণীতে ফ্রি-কিক থেকে রোনালদোর একমাত্র গোলে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন গ্রেমিওকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গতবারে জাপানে স্বাগতিক ক্লাব কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে (৪-২) অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে গ্যালাকটিকোরা (চ্যাম্পিয়নস লিগ জয়ী টিম এখানে অংশ নিতে পারে)। সব মিলিয়ে তিনবার মর্যাদাপূর্ণ ট্রফিটি জিতে নাম লেখায় বার্সার পাশে।
নিজেদের পরবর্তী ম্যাচেই বার্সাকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কসরা। ক্লাব বিশ্বকাপের কারণে লা লিগায় সাংঘর্ষিক সূচিতে রিয়ালের ১৬তম রাউন্ডের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। লেগানেসের বিপক্ষে ম্যাচটি আগামী বছরের ২০ অথবা ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রোনালদো জোর দিয়েই বলছেন, তাদের অর্জন বার্নাব্যুতে লা লিগা প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে সম্মান পাওয়ার দাবি রাখে, ‘এটা সুন্দর হবে এবং আমাদের প্রতি বার্সেলোনার গার্ড অব অনার প্রদর্শন করাটা আমি পছন্দ করবো। আশা করি ম্যাচটিও জিততে পারবো এবং রিয়ালের জন্য লিগ জয়ের রেসটা টিকে থাকবে। আমাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে কারণ ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই জানি না। ’
আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ লিগ ম্যাচটি শুরু হবে।
পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে অপরাজেয় বার্সা। ১৫ ম্যাচ শেষে শীর্ষস্থানধারীদের সংগ্রহ ৩৯ (১২ জয়, ৩ ড্র)। এদিকে, ভ্যালেন্সিয়াকে টপকে দুইয়ে উঠে এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট যথাক্রমে ৩৬, ৩৪। ১৬তম রাউন্ডের খেলায় এইবারের মাঠে ২-১ গোলে হেরে গেছে ভ্যালেন্সিয়া। দোপোর্তিভো আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা। ন্যু ক্যাম্পে রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় দেপোর্তিভো লা করুণাকে মোকাবিলা করবেন মেসি-সুয়ারেজরা।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম