ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

রোনালদো-রামোসরা বোনাস পাচ্ছেন দুই মিলিয়ন করে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৩, ডিসেম্বর ১৯, ২০১৭
রোনালদো-রামোসরা বোনাস পাচ্ছেন দুই মিলিয়ন করে ছবি:সংগৃহীত

অসাধারণ একটি বছর শেষ করে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে পাঁচটি শিরোপা জিতে নিয়েছে। ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে খুশি হয়ে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। প্রত্যেক ফুটবলারকে দুই মিলিয়ন ইউরো বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে লস ব্লাঙ্কসরা।

গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে রিয়াল শিবির। আর সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় তারা।

আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এরপরই এমন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ।

এবারের মৌসুমে ১৬ ম্যাচ শেষে অপরাজেয় বার্সা (১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২)। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১১। দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৬। ২ পয়েন্ট পিছিয়ে তিনে নেমে গেছে সবশেষ ম্যাচে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে জিনেদিন জিদানের রিয়াল।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।