ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালের মহারণে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। রোববার (২৪ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তাপ ছড়ানো ম্যাচটিতে সুবিধাজনক অবস্থানে থেকেই বিরতিতে গেছেন মারিয়া-মনিকারা।

প্রথমার্ধের ৪ মিনিট আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার।

আনুচিং মারমার শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে ফিরতি বল জালে পাঠাতে কোনো ভুল করেননি। বাঁধভাঙা উল্লাসে মাতে গোটা গ্যালারি।

গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা মিশনে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশের কিশোরীরা। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২টি গোলের বিপরীতে একটি গোলও হজম করেনি স্বাগতিক শিবির। অন্যদিকে ১৩টি গোল করলেও বাংলাদেশের আক্রমণের সামনে ভারতের রক্ষণ রীতিমতো খেই হারিয়ে ফেলে।

চার দলের অংশগ্রহণে ‍টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের দল। ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের জালে গোল উৎসব (১০-০) করে ভারতীয় টিম। ভুটানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

দু’দলই এক ম্যাচ হাতে রেখে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে লজ্জায় ডুবিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেয় বাংলাদেশ অ-১৫ নারী ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।