ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বড়দিন উদযাপনে তারকা ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বড়দিন উদযাপনে তারকা ফুটবলাররা ছবি:সংগৃহীত

বড়দিনের উৎসবে মেতেছেন ইউরোপ, আমেরিকা সহ ফুটবল বিশ্বের সব তারকারা। বছরের শেষ এই সময় প্রায় কোনো লিগেই খেলা রাখা হয় না। তাই ফুটবলাররা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ছুটিতে থাকেন। উৎসবকে রাঙিয়ে দিতে যোগ হয় বড়দিনের আয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার সহ অন্য তারকারা।

নিচে ছবিতে দেখে নেই ফুটবল তারকাদের বড়দিন উদযাপন।

...স্ত্রী আন্তেনেল্লা রোকুজ্জোর ও সন্তানদের সঙ্গে মেসি।

...
বান্ধবী জর্জিনা রদ্রিগেজ, সন্তান, পরিবার ও বন্ধুদের সঙ্গে রোনালদা। ...বোন রাফেল্লার সঙ্গে নেইমার। ...পরিবারের সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও এভারটন স্ট্রাইকার ওয়েন রুনি। ...আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির দুই সতীর্থ সার্জিও আগুয়েরো (মাঝে) ও নিকোলাস ওটামেন্ডি (ওপরে)। ...জার্মান ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।