ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডেন বুট জয়ী আঁখিকে সিরাজগঞ্জে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
গোল্ডেন বুট জয়ী আঁখিকে সিরাজগঞ্জে সংবর্ধনা গোল্ডেন বুট জয়ী আঁখিকে সিরাজগঞ্জে সংবর্ধনা

সিরাজগঞ্জ: সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনকে সিরাজগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সকালে জেলা পরিষদ কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ কামরুল হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক কামরুল হাসান হিল্টন প্রমুখ।

সদ্য সমাপ্ত সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার বাঘিনী কন্যারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্টেন বুট লাভ করে আঁখি খাতুন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।