ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রত্যাবর্তনের পাঁচ মিনিটেই গোল পেলেন কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
প্রত্যাবর্তনের পাঁচ মিনিটেই গোল পেলেন কস্তা ছবি:সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয়বারের মতো অভিষেক হলো দিয়েগো কস্তার। আর প্রত্যাবর্তনের এ ম্যাচে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা পেলেন স্প্যানিশ স্ট্রাইকার। যেখানে কোপা দেল রে’র শেষ ষোলোর প্রথম লেগে লেইদা স্পোর্তুর বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।

দলের হয়ে অন্য গোলগুলো করেন দিয়েগো গদিন, ফার্নান্দো তোরেস ও অ্যান্তোনিও গ্রিজম্যান।

ক্যাম্প ডি’স্পোর্টস ডি লেইদায় মুখোমুখি হয় দু’দল।

যেখানে ৩৩ মিনিটে গদিন গোল করে দলকে এগিয়ে দেন। ‍আর চার মিনিট পরেই তোরেস ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ৬৪ মিনিটে কোরেয়ার বদলি হিসেবে ২০১৩-১৪ মৌসুমের পর ফের অ্যাতলেটিকোর জার্সিতে মাঠে নামেন কস্তা। আর নেমে ৬৯ মিনিটে হুয়ানফ্রানের ক্রস থেকে গোল করে নিজের জাত চেনান চেলসি থেকে আসা এ তারকা। যোগ করা সময়ে গ্রিজম্যান গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।