ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির গোল উৎসব, হতাশ জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ম্যানসিটির গোল উৎসব, হতাশ জুভেন্টাস ছবি: সংগৃহীত

গোল উৎসব করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। সুইস ক্লাব বাসেলকে তাদের মাটিতেই ৪-০ গোলের লজ্জায় ডুবিয়েছে সিটিজেনরা। নকআউট পর্বের প্রথম লেগের অপর ম্যাচে টটেনহামের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের (২-২) হতাশা নিয়ে মাঠ ছাড়ে গতবারের রানার্সআপ জুভেন্টাস।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিচেস্টার সিটিকে ৫-১ গোলের বিধ্বস্ত করার ফর্মটা ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে টেনে আনে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে লিড নেয় ম্যানসিটি।

জোড়া গোল উদযাপন করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্ডোজান। লিচেস্টারের জালে চারবার লক্ষ্যভেদ করা সার্জিও আগুয়েরো একটি গোল করেন। অন্যটি পর্তুগিজ উইঙ্গার বার্নার্ডো সিলভার।

ছবি: সংগৃহীততুরিনে দু’টি অ্যাওয়ে গোলের সুবাদে সুবিধাজনক অবস্থানে থেকে হোম ভেন্যুতে ফিরতি পর্বের ম্যাচে নামতে পারবে টটেনহাম। গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে (দ্বিতীয়টি পেনাল্টি থেকে) ৯ মিনিটে ২-০ তে এগিয়ে যায় জুভেন্টাস। ৩৫ মিনিটে স্পারসদের ম্যাচে ফেরান হ্যারি কেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি মিস না করলে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন হিগুয়েইন। এটিই হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ৭১ মিনিটে টটেনহামের হয়ে সমতা আনেন মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। শেষ পর্যন্ত সমর্থকদের সামনে জুভিদের এগিয়ে থাকার উপলক্ষটা আক্ষেপে রূপ নেয়।

আগামী ৭ মার্চ (বুধবার) কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই। বাসেলকে আতিথ্য দেবে ম্যানসিটি। অন্যদিকে, হাইভোল্টেজ ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পা রাখবে ইতালিয়ান পরাশক্তিরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।