এদিন ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় খেলতে নামে বায়ার্ন। তবে খেলার শুরুতেই সফরকারীদের ভিদা লাল কার্ড দেখলে ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলে বেসিকতাস।
আর এরই সুযোগে ৪৩ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার মুলার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ তারকা কিংসলে কোমান।
৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মুলার। আর ৭৯ ও ৮৮তম মিনিটে শেষ দুটি গোল করেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভান্ডভস্কি।
আগামী ১৪ মার্চ বেসিকতাসের মাঠে হবে দ্বিতীয় লেগের খেলা।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস