ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজির অনুশীলনে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মে ৬, ২০১৮
পিএসজির অনুশীলনে ফিরলেন নেইমার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে ঘাম ঝড়ান নেইমার-ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) অনুশীলনে ফিরলেন নেইমার। যেখানে ব্রাজিল তারকার লক্ষ্য বিশ্বকাপের আগেই নিজেকে প্রস্তুত করা। এর আগে গত ফেব্রুয়ারির শেষে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার।

পিএসজি কোচ উনাই এমরি এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারেন।

দীর্ঘ ইনজুরির সময় নেইমার অস্ত্রোপচারের পর তার নিজ দেশ ব্রাজিলেই পুনর্বাসনে ছিলেন।

কিন্তু শনিবার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে ঘাম ঝড়ান।

পিএসজি সর্বশেষ লিগ ওয়ানে এমিনেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। আর আগামী মঙ্গলবার তৃতীয় সারির দল লেস হারবিয়ের্সের বিপক্ষে কাপ ডি ফ্রান্সের ফাইনালে লড়বে দলটি। এ ম্যাচটি জিতলে আবার ঘরোয়া ট্রেবল নিশ্চিত করবে এমরির শিষ্যরা।

এছাড়া লিগের শেষ দুটি ম্যাচে আগামী ১২ ও ১৯ এপ্রিল যথাক্রমে রেনেস ও সেনের বিপক্ষে লড়বে পিএসজি।

এদিকে আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বে তিতের শিষ্যদের কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষেও লড়তে হবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৬ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।