ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুর্বল বার্নলিকে উড়িয়ে দিয়ে শীর্ষে গার্দিওলার সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দুর্বল বার্নলিকে উড়িয়ে দিয়ে শীর্ষে গার্দিওলার সিটি ম্যানচেস্টার সিটির জয়। ছবি: সংগৃহীত

এক কথায় ছোট বার্নলিকে উড়িয়েই দিয়েছে ম্যানচেস্টার সিটি। গোলের বন্যায় ভাসিয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করে নিলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে দূর্বল প্রতিপক্ষ (১২ নম্বর দল) ৫-০ গোলে হারিয়ে এ অবস্থানে এসেছে তারা।

খেলার শুরুতে ১৭ মিনিটে সের্হিয়ো আগুয়েরোর ব্যক্তিগত ১৪৯তম গোলে এগিয়ে যায় ম্যানসিটি। প্রথমার্ধ এভাবে কাটার পর দ্বীতিয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে স্বাগতিকরা।

৫৪ মিনটে বের্নার্দো সিলভারের গোলের ২ মিনিট পর ফের্নান্দিনিয়ো তৃতীয় গোল করেন। এরপর কোচ পেপ গার্দিওলা মাঠে নামান কেভিন ডি ব্রুইনকে। দুই মাস ইনজুরি কাটিয়ে মাঠে নামলেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে বাঁকানো শট দিয়ে গোলের ব্যবধান ৪-০ তে নিয়ে যান রিয়াদ মাহরেজ। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে লেরয় সানে ম্যানসিটি’র পক্ষে পঞ্চম গোল করে গোলের বন্যার ধারা বজায় রাখেন।

এই জয়ের মাধ্যমে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় চেলসি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮/আপডেট সময়: ০০০৫ ঘণ্টা
এমকেএম/এমএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।