ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ জামালকে আটকে দিয়ে কোয়ার্টারের আশা টিকিয়ে রাখলো কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
শেখ জামালকে আটকে দিয়ে কোয়ার্টারের আশা টিকিয়ে রাখলো কিংস বসুন্ধরা কিংস ও শেষ জামাল। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

যে দল জিতবে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। এমন সমীকরণ সামনে রেখেই ফেডারেশন কাপে শনিবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি। কিন্তু অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।

দুই দলের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কিংস ও শেখ জামালকে।

ফলে দুই দলের জন্যই কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনায় টিকে রইলো। ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে মোহামেডানকে ৫-২ গোলে আর শেখ জামাল ২-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারায়। আর এই ম্যাচ ড্র করায় দুই দলের নামের পাশে  চার পয়েন্ট করে লেখা হলো।

বসুন্ধরা কিংস ও শেষ জামাল।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

পয়েন্ট টেবিলের এক নম্বরে নিজের জায়গা অক্ষুণ্ণ রেখেছে বসুন্ধরা কিংস আর দুইয়ে আছে শেখ জামাল। তিন নম্বরে মোহামেডান।  

বসুন্ধরা কিংস ও শেষ জামাল।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ম্যাচে বসুন্ধরা কিংস প্রথমে এগিয়ে গেলেও কয়েক মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় শেখ জামাল। ম্যাচের ৮ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। এর চার মিনিট পর গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং গোল করে শেখ জামালকে সমতায় ফেরান।

বসুন্ধরা কিংস ও শেষ জামাল।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।