ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদিনহোর গাড়ি-ঘড়ি-জুতো বাজেয়াপ্ত 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
রোনালদিনহোর গাড়ি-ঘড়ি-জুতো বাজেয়াপ্ত  রোনালদিনহো। ছবি: সংগৃহীত

অপরাধটা নেহায়েত ছোট নয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর। আর তাই শাস্তি হিসেবে গাড়ি, ঘরের দামি আসবাবপত্র, ঘড়ি সব কিছু হারাতে হয়েছে।

এত বড় তারকা ফুটবলারের ব্যাংক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ তলানিতে। মাত্র ৬ ডলার।

ওদিকে নিজের নির্মাণ প্রতিষ্ঠান রেনো কন্সট্রাকশন ও ভাই রবের্তো যৌথভাবে ২০১৫ সালে লেক গুইয়াবা নামের এক সংরক্ষিত এলাকায় চিনি উৎপাদনের কল এবং মাছের চাষ শুরু করেন রোনালদিনহো। কিন্তু নির্মাণের সময় কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি তারা।

অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে রোনালদিনহো ও তার ভাইকে ৮ দশমিক ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করে দেশটির আদালত। কিন্তু এই অর্থ পরিশোধের মতো অর্থই নেই তার ব্যাংক অ্যাকাউন্টে। তার অ্যাকাউন্টে আছে ২৪ দশমিক ৬৩ ব্রাজিলিয়ান রিয়াল!

তাই বাধ্য হয়ে দেশটির কর কর্তৃপক্ষ ব্রাজিল ও বার্সেলোনার এই কিংবদন্তির বাড়িতে হানা দিয়ে তার দামি গাড়ি, স্নুকার খেলার টেবিলসহ অন্য দামি আসবাবপত্র, দামি ঘড়ি, চশমা এমনকি জুতাও বাজেয়াপ্ত করে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।