ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মালদ্বীপের জালে কিশোরদের ১০ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
মালদ্বীপের জালে কিশোরদের ১০ গোল অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবলাররা-ছবি: বাফুফে

উয়েফা আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের দুই অর্ধে মালদ্বীপের জালে পাঁচটি করে মোট ১০ গোল করে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

শুক্রবার (১৪ ডিসেম্বর) থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত ম্যাচে গোলের হ্যাটট্রিক করেছেন হেলাল আহমেদ ও আশিকুর রহমান। ২টি করে গোল করেছেন রাসেল আহমেদ ও নিহাদ জামান উচ্ছ্বাস।

মালদ্বীপের হয়ে গোলের দেখা পাননি কেউই। ফলে ১০-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মোস্তফা আনোয়ার পারভেজের দল।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
 
আজকের জয়টি বাংলাদেশের রানার্সআপ হওয়ার সুযোগ বাড়িয়ে দিয়েছে। যদিও চূড়ান্ত ফলাফলের জন্য সাইপ্রাস-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।