চলতি মৌসুমে শুরু থেকেই মরিনহোর অধীনে বাজে খেলছিল এক সময়ের প্রতাপশালী দল ম্যানইউ। যেখানে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে সেরা চারের বাইরে রয়েছে।
সাবেক রিয়াল মাদ্রিদ বস মরিনহোর এবারের মৌসুমে সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল দলে কোনো ডিফেন্ডারকে না ভেড়ানো। সেই সাথে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে খারাপ সম্পর্ক তো রয়েছেই।
এর আগে চেলসি ছেড়ে ২০১৬ সালে ম্যানইউতে কোচ হিসেবে যোগ দেন মরিনহো। তবে তার সময়ে ২০১৬-১৭ মৌসুমে ইএফএল কাপ, ২০১৬ সালে এফএ কমিউনিটি শিল্ড ও ২০১৬-১৭ মৌসুমে উয়েফা ইউরোপা ইউরোপা লিগ যেতে রেড ডেভিলসরা। তবে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগে সেরাটা দেখাতে পারেনি ঐতিহ্যবাহী দলটি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস