ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ব্রাদার্সকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল ম্যাচ জোড়া গোল করা শেখ রাসেলের আজিজভকে ঘিরে সতীর্থদের উল্লাস-ছবি: বাংলানিউজ

স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের হয়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন আজিজভ আলিশের।

বুধবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে সুবিধাজনক স্থানে বল পেয়ে লক্ষ্যভেদ করেন শেখ রাসেলের উজবেক তারকা আজিজভ।

ম্যাচের ৫৮ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ খালেকুজ্জামানের ক্রস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আজিজভ আলিশের।

ম্যাচের বাকি সময় ব্রাদার্সের বেশ কিছু প্রচেষ্টা প্রতিহত হয় শেখ রাসেলের রক্ষণে। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

স্বাধীনতা কাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মাঠে নামবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।