ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যানইউর হয়ে প্রথম ম্যাচেই কোচ সুলশারের চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ম্যানইউর হয়ে প্রথম ম্যাচেই কোচ সুলশারের চমক ম্যানইউর হয়ে প্রথম ম্যাচেই কোচ সুলশারের চমক-ছবি: সংগৃহীত

হোসে মরিনহোর বরখাস্তের পর এই মৌসুম পর্যন্ত অন্তবর্তীকালীন কোচ হিসেবে ম্যানটেস্টার ইউনাইটেডের দায়িত্ব পান ওলে গুনার সুলশার। আর নিজ দায়িত্বের প্রথম ম্যাচে চমক দেখালেন এই নরওয়েজিয়ান।

কার্ডিফ সিটিকে তাদেরই মাটিতে ৫-১ গোলে বিধ্বস্ত করলো রেড ডেভিলসরা। সর্বশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে প্রতিপক্ষের জালে ৫টি গোল দিয়েছিল ম্যানইউ।

এদিন দলের হয়ে জোড়া গোল করেন জেসে লিংগার্ড। আর একটি করে গোল করেন মার্কাস রাফফোর্ড, আন্দ্রে হেরেরা ও অ্যান্তোনিও মার্শিয়াল। কার্ডিফের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ভিক্টর কামারাসা।

লিগে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। আর আর্সেনালের পয়েন্টও ৩৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে উনাই এমেরির দল।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।