ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ফুটবল

ফিকে হতে বসেছে আর্সেনালের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ফিকে হতে বসেছে আর্সেনালের স্বপ্ন আর্সেনালের হার। ছবি: সংগৃহীত

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে আর্সেনালের। শেষ মুহূর্তে এসে আবারও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট খুইয়েছে তারা। লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে উনাই এমেরির দল। এই নিয়ে টানা তিন ম্যাচ হারল আর্সেনাল। 

৩৬ ‍মিনিটে দশ জনের দল হয়ে পড়া গানারদের নিয়ে একপ্রকার ছেলেখেলাই খেলে লেস্টার। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে শেষ এগারো মিনিটের ঝড়ে জোড়া গোল করেন জেমি ভার্ডি।

অবশ্য লেস্টার লিড পায় ৫৯ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ইয়োরি থিয়েলেমেন্সের গোলে।  

অথচ লেস্টারকে হারাতে পারলে চেলসিকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে যেতে পারত আর্সেনাল। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকায় আরেকবার চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকার সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা। শীর্ষ চারের বাইরে থাকলে গানারদের ঠাঁই হবে ইউরোপা লিগে।  

তবে প্রিমিয়ার লিগে না হলেও চলতি মৌসুমের ইউরোপা লিগে এখনো আশা টিকে অাছে তাদের। তার আগে সেমিফাইনালে আর্সেনালের পাড়ি দিতে হবে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া বাধা। শিরোপা জিতলে এমেরির দল সরাসরি টিকেট পাবে চ্যাম্পিয়নস লিগের।  

এদিকে প্রিমিয়ার লিগে গানারদের হাতে আছে দুই ম্যাচ। বাকি দুই ম্যাচে ব্রাইটন ও বার্নলির বিপক্ষে জিতলে শীর্ষ চারে ওঠারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে ৬৮ পয়েন্ট নিয়ে চারে থাকা চেলসিকে।

বাংলাদেশ সময়ঃ ১১১২ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।