ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রথমবারের মতো কর্পোরেট ফুটবল আসরে বসুন্ধরা গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
প্রথমবারের মতো কর্পোরেট ফুটবল আসরে বসুন্ধরা গ্রুপ গুলশাল হোটেলে আয়োজিত কর্পোরেট ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

অ্যাসেন্ট ১৪তম কর্পোরেট ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশে ৫২টি কর্পোরেট এবারের আসরে অংশ নিচ্ছে। ১৬টি গ্রুপে ভাগে হয়ে খেলবে দল গুলো।
 

বসুন্ধরা গ্রুপে খেলবে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের বাকি দুই দল হলো স্টার্লিং গ্রুপ ও ইউরো ভার্জিল।

প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে মূল চ্যাম্পিয়নশিপ পর্বে। রানার্স-আপ দল খেলবে প্লেট পর্বে। প্রতিটা দলের পাঁচ জন করে খেলোয়াড় মাঠে খেলতে পারতে আর তিন খেলোয়াড় থাকবে অতিরিক্ত।
 
আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩ আগষ্ট। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যাসেন্ট গ্রুপের পরিচালক আমের আহমেদ সহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।