চলতি মাসের শুরুতে পিএসজি ছেড়ে সাও পাওলোতে যোগ দেন আলভেজ। মূলত ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ফরাসি ক্লাবটির।
ব্রাজিল সিরি এ লিগের অভিষেক ম্যাচে নতুন এক ভূমিকায় দেখা গেছে আলভেজকে। পেশাদারি ক্যারিয়ারের শুরু থেকে রাইট-ব্যাক হয়ে খেলে আসছেন তিনি। কিন্তু সাও পাওলোতে এসে সেলেকাও অধিনায়ক খেলেছেন মিডফিল্ডার হিসেবে। তার ৪০ মিনিটে করা গোলটি ধরে রেখে জয় আদায় করে সাও পাওলো।
সম্প্রতি অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়েছেন আলভেজ এবং দর্শকদের ভোটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। আলভেজই ফুটবল ইতিহাসের একমাত্র তারকা যিনি ক্লাব এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে ৪০টি শিরোপা জিতেছেন।
বাংলাদেশ সময়:ঢ় ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
ইউবি