পায়ের আঙুলে চোট পাওয়ায় ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন বার্সেলোনার ফরাসি সেন্টার-ব্যাক স্যামুয়েল উমতিতি। ২৫ বছর বয়সী ডিফেন্ডারের বদলে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে হয়তো দেখা যেতে পারে ক্যাম্প ন্যুয়ের অনভিজ্ঞ সেন্টার-ব্যাক জ্যঁ-ক্লেয়ার তোদিবোকে।
জাতীয় দলের সঙ্গে ২০২০ ইউরো বাছাই পর্বের ম্যাচের জন্য অনুশীলনের সময় চোট পান উমতিতি। যার কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে ৫-৬ সপ্তাহ পর্যন্ত।
মেসি-উমতিতিকে না পেলেও অবশ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে লুইস সুয়ারেজকে পাচ্ছেন ভালভার্দে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উরুগুইয়ান ফরোয়ার্ডের ফেরার ব্যাপারটা নিশ্চিত করেন বার্সা কোচ। সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, ‘গতকাল এবং আজ সে (সুয়ারেজ) সম্পূর্ণ অনুশীলনে যোগ দিয়েছে। আশা করি সে খেলতে পারবে। ’
৩২ বছর বয়সী সুয়ারেজ লা লিগার নতুন মৌসুম শুরুর প্রথম সপ্তাহে চোটে পড়েন। ১৬ আগস্ট হওয়া ম্যাচটিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় কাতালানরা। কাফ ইনজুরিতে পড়েন সুয়ারেজ।
মেসি কবে ফিরবেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভালভার্দে জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ইউবি