রোববার (১৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চুনবুরীতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে বাংলাদেশ। ৫৯তম মিনিটে বাংলাদেশের জালে একমাত্র গোলটি করেন থাই স্ট্রাইকার থাওয়ানরাত প্রমথোংমে।
বাংলাদেশের হারের রাতে ড্র করেছে অস্ট্রেলিয়া ও জাপানের অনূর্ধ্ব-১৬ নারী দল। ফলে একমাত্র জয়ী দল থাইল্যান্ড এখন পর্যন্ত আছে শীর্ষে। আর পরাজয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ আছে চারে।
আট দলের এই লড়াইয়ের মঞ্চে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনাম। ছোটদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই চলবে ১৫-২৫ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবলে খেলার টিকিট পাবে। স্বাগতিক ভারত সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএইচএম