ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মিলান ডার্বিতে জিতলো ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
মিলান ডার্বিতে জিতলো ইন্টার গোলের পর লুকাকুর উদযাপন

ইতালিয়ান ফুটবল লিগে শনিবার দিনগত রাতে মিলান ডার্বিতে মুখোমুখি হয় এসি মিলান ও ইন্টার মিলান। এই ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে ইন্টার মিলান।

সান সিরোতে ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছিল এসি মিলান। কিন্তু তার আগেই বল সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে লাগায় গোলটি বাতিল হয়।

৩৫ মিনেটে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের গোল অফ সাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর গোলের দেখা পায় ইন্টার মিলান। ৪৯ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে যায় ইন্টার।

দ্বিতীয় গোলটি আসে ৭৮ মিনিটে। বেরিলার ক্রস থেকে হেড দিয়ে গোল করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।

এরপর আর ম্যাচ ফিরতে পারেনি এসি মিলান। ফলে ২-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে ইন্টার মিলান। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএআর/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।