সোমবার (২৩ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে ভারতের আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় বাংলাদেশের রক্ষণভাগ।
এর আগে ২০১৫ সালে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। সেই শোধ তারা নেয় ২০১৭ সালে। সেবার বাংলাদেশ ভারতকে হারায় ৪-৩ গোলে। অবশ্য সেই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে ঘরে ফিরে লাল-সবুজের তরুণরা।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারে জায়গা করে নিল টার্নারের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ইউবি