বুধবার (২৫ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় ভারত।
এর আগে ভারত ও বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
‘এ’ গ্রুপের সেরা ভুটানের বিপক্ষে আগামী শুক্রবার প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত।
যুব এই টুর্নামেন্টে এর আগে দু’বারের দেখায় ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের তরুণরা। আর ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে জয় লাভ করে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমএমএস