ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

এক বছরের বেশি সময় পর ঘরের মাঠে পিএসজির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এক বছরের বেশি সময় পর ঘরের মাঠে পিএসজির হার ছবি:সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে অঘটনের শিকার হয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রেইমসের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। এরই ফলে ২০১৮ সালের মে মাসের পর প্রথমবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখলো প্যারিসের ক্লাবটি।

ইনজুরির কারণে অবশ্য পিএসজির বেশিরভাগ তারকা ফুটবলারই এদিন ছিলেন না। জুলিয়ান ড্র্যাক্সলার, এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দি।

মাঠের বাইরে সময় পার করছিলেন। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি মার্কো ভেরাত্তিও।

ফলে দলের দায়িত্ব প্রায় একা নেইমারের কাঁধে চলে আসে। তবে স্ত্রসবুর্গ ও লিঁও’র বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জেতানো এই ব্রাজিলিয়ান আর এ ম্যাচে দলকে বাঁচাতে পারেননি। তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় টমাস টুখেলের শিষ্যদের।

রেইমসের হয়ে হাসানে কামারা খেলার ২৯ মিনিটে প্রথম গোল করেন। আর অতিরিক্ত সময়ে (৯৪) বোউলায়ে ডিয়া গোল করে দলটির জয় নিশ্চিত করেন।

এই হারেও অবশ্য লিগে শীর্ষেই রয়েছে পিএসজি। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট দলটির। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া অ্যাঞ্জার্স গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।