শেষ কয়েকটি মৌসুমে ধুঁকতে থাকা মিলান চলমান মৌসুমেও বাজে শুরু করেছে। যেখানে সর্বশেষ ফিরেন্তিনার বিপক্ষে লিগের ম্যাচে ৩-১ গোলে হেরেছে।
ম্যাচে ফিরেন্তিনার বিপক্ষে মিলানকে খুঁজেই পাওয়া যায়নি। মাঠের কোনো অংশেই তারা প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি। উল্টো শুরুর দিকেই ফাউল করে ১০ জনের দলে পরিণত হয় এক সময়ের জায়ান্টরা। এ হারের ফলে পয়েন্ট টেবিলে ১৬-তে নেমে এসেছে মিলান। রেলেগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট ওপরে রয়েছে তারা।
অবশ্য এখনই আশা ছাড়ছেন না মিলান কোচ মার্কো গিয়ামপাওলো। তিনি বলেন, ‘দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি। তবে আমি এগিয়ে যাবো, কেননা আমি আমার মতাদর্শে বিশ্বাসী।
এসি মিলান নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ১৮টি সিরিআ শিরোপা জিতেছে। যা তাদের দ্বিতীয় অবস্থানে রেখেছে। ৩৫টি শিরোপ জিতে শীর্ষে জুভেন্টাস। এছাড়া মিলানের অধীনে রয়েছে ৭টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। রিয়াল মাদ্রিদের (১৩) পরেই তাদের অবস্থান।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এমএমএস