কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য নোফেলের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সাইফ। আক্রমণের পাল্লাটা সাইফের দিকে বেশি থাকে।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে সাইফ। তবে একের পর আক্রমণ চালিয়েও বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ফিনিশিংয়ে অভাবেই গোল পাচ্ছিল না তারা। অন্যদিকে নোফেলও কিছুটা রক্ষনাত্মক কৌশলে ফুটবল খেলতে থাকে। রক্ষন ঠিক রেখে মাঝে মাঝে পাল্টা আক্রমণ করতে থাকে তারা।
সাফল্য আসে ম্যাচের ৮১ মিনিটে। ডি বক্সের বাম সাইড থেকে নোফেলের পিয়াস ক্রস দেন আবীরের উদ্দেশ্যে। তবে তাকে মার্কিংয়ে রাখা সাইফের ডিফেন্ডার মোমিন বল পেলেও বিপদমুক্ত করতে পারেননি। ফলে ডান পায়ের সহজ ফিনিশিংয়ে বল জালে জড়ান আবীর।
ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি সাইফ। ফলে একমাত্র গোলেই শিরোপা ঘরে তোলে নোফেলের যুবারা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৯
আরএআর/এমএমএস