কিন্তু এত এত তারকা ঠাঁসা পিএসজি এখনও চ্যাম্পিয়নস লিগে সফলতা পায়নি। কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সদ্য সমাপ্ত দল-বদলের মৌসুমে পার্ক দে প্রিন্সেস ছাড়তে চেয়েছিলেন নেইমার।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে আগামী গ্রীষ্ম মৌসুমে পিএসজিকে বিদায় জানাতে পারেন ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবামাধ্যম। প্রকাশিত সেসব রিপোর্টে দাবি করা হয়েছে, যদি পিএসজি চ্যাম্পিয়নস লিগে তাদের অপেক্ষা ঘোচাতে না পারে তবে বিশ্বকাপজয়ী এমবাপ্পে অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ গ্রহণের অভিপ্রায় জানাতে প্রস্তুত।
অবশ্য এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি আছে ২০২১-২২ মৌসুম পযর্ন্ত। কিন্তু তার দিকে চোখ দিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত দল-বদলের মৌসুমে ফরাসি তারকার সঙ্গে চুক্তিও করতে চেয়েছিল লস ব্লাঙ্কোসরা।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অবশ্য ভালো অবস্থানে আছে পিএসজি। গ্রুপ পর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। যেখানে ফরাসি জায়ান্টরা জিনেদিন জিদানের দলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। এবার এমবাপ্পেকে ছাড়াই পিএসজি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ইউবি