ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কিংস কোচ ব্রুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
প্রথম ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কিংস কোচ ব্রুজন অস্কার ব্রুজন

প্রথমবারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। যাদের হাতে নবাগত দল হিসেবে উঠেছে গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। এছাড়াও প্রথমবার অংশগ্রহণেই দলটি জিতে নিয়েছিল মৌসুমের স্বাধীনতা কাপ। সামনে কিংসরা প্রথমবারের মতো খেলবে আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপে। তার আগে দেশের মাটিতে নতুন আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি বসুন্ধরা কিংস।

বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বসুন্ধরা কিংস। আগের ধারাবাহিকতায় এবারও তারা চোখ রাখছে শিরোপার দিকে।

সময়সূচি পরিবর্তন হওয়ায় মঙ্গলবার (২২ অক্টোবর) ‘বি’ গ্রুপের আরেক দল ভারতের গোকুলাম কেরালা এফসি’র বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজনের দল। তার আগে বন্দর মাঠে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। সেই সময় অনুশীলনের ফাঁকে কথা বলেছেন ক্লাবটির কোচ অস্কার ব্রুজন।

প্রথম অভিযান শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী দেখা গেলো স্প্যানিশ কোচকে। তিনি বলেন, ‘গত মৌসুমে বিপিএলে আমরা দুর্দান্ত খেলেছি। এখানেও আমরা আত্মবিশ্বাসী। ’

বসুন্ধরা কিংস চট্টগ্রাম সফরে এসেছে দু’জন বিদেশি খেলোয়াড় নিয়ে। বাকি সবাই বাংলাদেশর খেলোয়াড়। যার মধ্যে যথারীতি আর্মব্যান্ড থাকবে বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা দেনিয়েল কলিন্দ্রেসের হাতে। এছাড়াও আগামী মৌসুমের জন্য দল গুছিয়েছে কিংসরা। এসেছে নতুন খেলোয়াড়। তবে এবারের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম ম্যাচে একাদশে কারা থাকবে সেই ব্যাপারটা গোপন রেখেছেন কোচ ব্রুজন, ‘গত মৌসুমে দলকে শিরোপা জেতাতে সাহায্য করেছি। আমি মূল একাদশ নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা গোছানো দল নিয়ে মাঠে নামবো। ’

তিনি আরো বলেন, ‘আমাদের দলে নতুন খেলোয়াড় এসেছে। তরুণ খেলোয়াড় আছে আমাদের। খেলোয়াড়রা বেশ ম্যাচিউড ও কোয়ালিটি সম্পন্ন। আমরা বেশ কঠোর অনুশীলন করছি। এই টুর্নামেন্টে রেজিস্টারকৃত ২৩ খেলোয়াড়ের যে কেউ মূল একাদশে থাকতে পারে। ’

প্রতিপক্ষ ও নিজের শিষ্যদের সম্পর্কে কোচ ব্রুজন বলেন, ‘গোকুলাম কেরালা খুব শক্ত দল। তাদের ইস্ট বেঙ্গল-মোহনবাগানের মতো ক্লাবের সঙ্গে প্রতিযোগিতা করে সেমিফাইনাল-ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তবে আমরা সামনের দিকেই তাকাচ্ছি। কলিন্দ্রেস, ইমন, ফয়সাল, রানার মতো কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় আছে আমাদের। যারা লিগে নিজেদের মান দেখিয়েছে। প্রথম ম্যাচ থেকে বসুন্ধরা কিংস নিজের সেরাটা দেখাতে যাচ্ছে। কারণ আমরাই বসুন্ধরা কিংস। ’

তিনি আরো বলেন, ‘আমরা শেখ কামাল টুর্নামেন্টটিকে খুব সিরিয়াস হিসেবে নিচ্ছি। কারণ এখানে বিভিন্ন দেশের সেরা ক্লাবগুলো খেলতে এসেছে। আমরা চেষ্টা করবো জিততে। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।