ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মারামারি করতে চান কাভানি, প্রস্তুত মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
মারামারি করতে চান কাভানি, প্রস্তুত মেসি! মেসি ও কাভানি। ছবি:সংগৃহীত

জাতীয় দলে হঠাৎই আগ্রাসী হয়ে উঠেছেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা থেকে ফিরে আর্জেন্টিনার হয়ে টানা দুই ম্যাচে গোল করলেন তিনি। আর মাঠের খেলার পাশাপাশি মুখের লড়াইটাও চালিয়ে যাচ্ছেন সমানে!

সোমবার ইসরাইলের রাজধানী তেল আবিবে প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে মেসির শেষ মুহূর্তের পেনাল্টিতে হার থেকে বাঁচে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগে দুবার এগিয়ে গিয়েও জয় পায়নি উরুগুয়ে।

আরও পড়ুন...তেল আবিবে মেসির গোলে রক্ষা পেলো আর্জেন্টিনা

খেলার এক পর্যায়ে ১-০ গোলে এগিয়ে থাকা উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে হঠাৎ মেসি ও প্রতিপক্ষের স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, এসময় কাভানি মেসিকে মারামারির (ফাইট) আহ্বান জানান। উত্তরে মেসি বলেন, তুমি যখনই চাও। উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গদিন তখন এসে দু’জনকে থামান। ...ম্যাচ শেষে অবশ্য কাভানি এ ব্যাপারটিকে উড়িয়ে দিলেন। ইএসপিএনে তিনি বলেন, ‘এটা একটা ক্লাসিক ম্যাচ ছিল। যেখানে দক্ষিণ আমেরিকার দুটি শক্তিশালী দল মাঠে নেমেছিল। দুটি দলেই ভালো দিক রয়েছে। আমরা ইতিবাচকভাবেই ফুটবল খেলার চেষ্টা করেছি। ’

এদিকে গত চারদিনের মধ্যে দ্বিতীয়বার কোনো বিতর্কিত ঘটনায় জড়ালেন মেসি। এর আগে সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আলবিসেলেস্তাদের ১-০ গোলে জয়ের ম্যাচে সেলেকাও কোচ তিতেকে ‘চুপ থাকতে’ বলেছিলেন মেসি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে এমনটি নিশ্চিত করেছিলেন খোদ তিতে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।