ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ডকেই চ্যালেঞ্জ মানছেন বার্সার দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ডর্টমুন্ডকেই চ্যালেঞ্জ মানছেন বার্সার দেম্বেলে ওসমানে দেম্বেলে

বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে খেলে নিজের জাত চিনিয়েছিলেন ওসমানে দেম্বেলে। ২০১৬/১৭ মৌসুম সিগন্যাল ইদুনা পার্কে কাটিয়ে ফরাসি ফরোয়ার্ড যোগ দেন বার্সেলোনায়। এরপর থেকে কাতালানদের অন্যতম অস্ত্র হয়ে ওঠেছেন তিনি। 

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পুরোনো ঠিকানা ডর্টমুন্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন দেম্বেলে। বুধবার (২৭ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে ফিরতি লেগে লুসিয়ান ফাভরের শিষ্যদের আতিথেয়তা দেবে কাতালানরা।

ডর্টমুন্ডের বিপক্ষে সেই ম্যাচটিকেই বার্সার জন্য মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেম্বেলে।

ক্রিসমাসের আগে ম্যাচটি জিতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে চান দেম্বেলে। সাবেক সতীর্থদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বার্সা টিভিকে দেম্বেলে বলেন, ‘যত দ্রুত সম্ভব যোগ্যতা নিশ্চিত করার জন্য আমাদের ডর্টমুন্ডের বিপক্ষে জিততে হবে। মৌসুমের প্রথমার্ধে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের ঘরের দর্শকদের সমর্থন নিয়ে, তিন পয়েন্ট আদায় করে আমরা এগিয়ে যেতে চাই। ’ 

পুরোনা ক্লাবের মুখোমুখি হওয়ার প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ড আরো জানান, ‘এটা আমার জন্য বিশেষ একটি ম্যাচ। ডর্টমুন্ডে আমার সাবেক সতীর্থরা আছেন। আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো তবে আমাদের সম্পর্ক পরিবর্তন হবে না। তিন বছর আগে আমি তাদের ছেড়ে এসেছি এবং এরপর আমাদের আর সাক্ষাৎ হয়নি। আবেগের দিক দিয়ে ম্যাচটি আমার জন্য কঠিন হবে, তবে আমি তাদের বিপক্ষে খেলতে পারলে খুশি হবো। ’ 

ডর্টমুন্ড থেকে বড় ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সেলোনায় নাম লেখান দেম্বেলে। কিন্তু এরপর থেকে একের পর এক চোট তাকে হতাশই করেছে। তবে নিজের সেরাটা ফিরে পাওয়ার ব্যাপারে অাত্মবিশ্বাসী ২২ বছর বয়সী তারকা, ‘প্রাক-মৌসুমের আগে আমি বেশ ভাল অনুভব করছিলাম কিন্তু এরপরই মাসখানেকের জন্য চোটে পড়লাম। যখন ফিরলাম তখন আমার অনেক সমস্যা ছিল এবং এখন আমাকে তার জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের চমৎকার একটি দল আছে এবং গত মৌসুমের চেয়ে আমরা আরো বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ফুটবল খেলছি। ’ 

চলতি চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে দু’দলের প্রথম লেগ ড্র হয় গোলশূন্য ব্যবধানে। তবে গ্রুপে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার মিলান। চারে থাকা স্লাভিয়া প্রাহার পয়েন্ট ২।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।