এক বিবৃতিতে লিভারপুল জানায়, ক্লপের সহকারী হিসেবে পিটার ক্রাওয়েটজ এবং পেপজিন লেউন্ডার্সও থাকছেন।
২০১৫ সালের ৮ অক্টোবর লিভারপুলের ম্যানেজার হিসেবে প্রাথমিকভাবে নিয়োগ পান ক্লপ।
ক্লপের অধীনে উড়ছে ইংলিশ জায়ান্টরা। ২০১৬-২০১৭ মৌসুমে চার মৌসুম পর লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে তোলেন। সেবার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় লিভারপুল। পরের মৌসুমে অর্থাৎ গত মৌসুমে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে ক্লপের শিষ্যরা। সেবার অলইংলিশ ফাইনালে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে হয়েছিল রানার্সআপ। ৯৭ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল লিভারপুল।
চলতি মৌসুমে লিগে দারুণ গতিতে ছুটছে ক্লপের লিভারপুল। এ মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি