রোববার (১৫ ডিসেম্বর) সেঁত এঁতিয়েনের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে পিএসজি। গোলের জন্যও তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
এরপর গোল শোধের জন্য প্রচেষ্টা চালায় এঁতিয়েন। কিন্তু হঠাৎ দশ জনের দল হয়ে পড়ায় উল্টো চাপে পড়ে যায় তারা। ২৫ মিনিটে পেরেদেসকে বাজেভাবে ট্যাকল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জঁ-আহোলো।
গোল উৎসব সারার জন্য সুযোগটা হেলায় মিস করেনি পিএসজি। ৪৩ মিনিটে নেইমারের পাস থেকে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন এমবাপ্পে। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে টুখেলের দল। ৭২ মিনিটে পিএসজিকে আবার এগিয়ে দেন মাউরো ইকার্দি। ৮৯ মিনিটে নেইমার-এমবাপ্পে জুটিতে চতুর্থ গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। এবারও এমবাপ্পে গোল করেন নেইমারের পাস থেকে।
দুর্দান্ত এই জযে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে পিএসজি। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে সেঁত এঁতিয়েন।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ইউবি