ম্যাচের লাগামটা ছিল অবশ্য চেলসির হাতে। শুরু থেকে গোলের প্রচেষ্টা অব্যাহত ছিল তাদের।
এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালান উইলিয়ান-জোর্গিনহোরা। কিন্তু কোনোভাবেই সাউদ্যাম্পটনের রক্ষণদেয়াল ভাঙা সম্ভব হয়নি তাদের। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ঢেউ তুলে ল্যাম্পার্ডের দল। কিন্তু ৭৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে ব্লুজরা। বাকি সময়ও ম্যাচে ফিরতে জোরালো আক্রমণ করেছে তারা। তবে চেষ্টা সত্ত্বেও ভাঙতে পারেনি সাউদ্যাম্পটনের রক্ষণভাগ। হারলেও অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার আগের অবস্থান ধরে রেখেছে চেলসি। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে সাউদ্যাম্পটন। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইউবি