ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

করোনা আক্রান্ত অ্যাথলেটিকো মাদ্রিদের কোরেয়া-ভার্সালজকো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, আগস্ট ১০, ২০২০
করোনা আক্রান্ত অ্যাথলেটিকো মাদ্রিদের কোরেয়া-ভার্সালজকো ভার্সালজকো-কোরেয়া

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব লিপজিগের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু সেই ম্যাচ খেলতে পর্তুগালের লিসবনে যাওয়ার আগে বড় দুঃসংবাদ শুনতে হলো কোচ দিয়েগো সিমিওনেকে।

 

কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে ওয়ান্দা মেত্রোপোলিতানোর দুই তারকা অ্যাঙ্গেল কোরেয়া ও সিম ভার্সালজকোর। খবরটি নিশ্চিত করেছে অ্যাতলেটিকো।  

রোববার (০৯ আগস্ট) নাম প্রকাশ না করে দলের দুই তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানায় স্প্যানিশ ক্লাবটি। তবে সোমবার (১০ আগস্ট) আর্জেন্টাইন ফরোয়ার্ড কোয়েরা ও ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভার্সালজকো কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন জানানো হয়। তাদেরকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।  

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখা অ্যাতলেটিকো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিপজিগের মুখোমুখি হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে। করোনা টেস্টে নেগেটিভ খেলোয়াড়দের নিয়ে সিমিওনের দল লিসবনে যাবে মঙ্গলবার (১১ আগস্ট)।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।