ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেদারল্যান্ডসের প্রত্যাশিত জয়, ইতালিকে রুখে দিল বসনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
নেদারল্যান্ডসের প্রত্যাশিত জয়, ইতালিকে রুখে দিল বসনিয়া নেদারল্যান্ডসের প্রত্যাশিত জয়

উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে জয়ে শুরু করেছে নেদারল্যান্ডস। পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে প্রথম আসরের রানার্সআপরা।

তবে অন্য ম্যাচে জায়ান্ট ইতালিকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

শুক্রবার আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়  নেদারল্যান্ডস ও পোল্যান্ড।

ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় ডাচরা। সতীর্থের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন উইঙ্গার স্তেভেন।

এদিকে ফ্লোরেন্সের স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে একই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে পিছিয়ে পড়ার পর ড্রয়ে মাঠ ছাড়ে ইতালি।

৫৭তম মিনিটে লিড নেয় বসনিয়া। কর্নারে তনি সুনিচের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ঠিকানা খুঁজে নেন রোমার ফরোয়ার্ড এডেন জেকো।

সমতায় ফিরতে অবশ্য ইতালির ১০ মিনিট লাগে। ইনসিনিয়ের কাটব্যাক থেকে স্তেফানো সেন্সি গোল করেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।