টটেনহামের শক্তি-সামর্থ্যের তুলনায় লাস্ক তেমন কোনো বড় দল নয়। কিন্তু সেই অস্ট্রিয়ান ক্লাবটির বিপক্ষে হোঁচট খেয়েছে গ্যারেথ বেল-ডেলে আলিরা।
ইউরোপা লিগে গ্রুপ পর্বে লাস্কের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে টটেনহাম। প্রথমবার পিছিয়ে পড়লেও শেষে দু’বার লিড নিয়েছিল স্পার্সরা। কিন্তু নাটকীয় ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় হোসে মরিনহোর শিষ্যদের।
তার জন্য শিষ্যদের মনোভাবকে দায়ী করেছেন পর্তুগিজ কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা মনোভাবের প্রশ্ন। যা আমি আগে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে উপলব্ধি করেছিলাম। আমার একই পরিস্থিতি ছিল। ’
ড্র করেও শেষ-৩২ নিশ্চিত করেছে স্পার্সরা। ‘জে’ গ্রুপে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
ইউবি