মাঠে নেমেই ইতিহাস গড়েছেন বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড ইউসোফা মউকোকো। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন তিনি।
মাত্র ১৬ বছর ১৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছে মউকোকোর। ‘এফ’ গ্রুপে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ক্যামরুন বংশোদ্ভূত এই জার্মান ফরোয়ার্ড। শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডর্টমুন্ড।
মউকোকোর আগে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডটি ছিল চেলেস্তিন বাবাইয়ারোর। বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের হয়ে মাত্র ১৬ বছর ৮৭ দিনে ১৯৯৪ সালে রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টের বিপক্ষে মাঠে নামেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ ছাড়াও কয়েকদিন আগে বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন মউকোকো। ডর্টমুন্ডের জার্সিতে ইতোমধ্যে লিগে তিনটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ইউবি/এমএমএস